গত শ্রাবণে ছেড়ে গেলো যারা,
তাদের ভাসিয়ে নেইনি ঢেউ?
এই শ্রাবণে আবার ফিরছে তারা,
এখন তাদের মনে রাখেনি কেউ!


যারা ছেড়েছিল মিছে অভিনয়ে,
যারা দেখিয়েছিল অজুহাত,
যারা ভুলিয়েছিল অযথা বিনয়ে
আজ তাদের কেমন কাটছে রাত?


কাদের বলছি বুঝতে পাড়ছো কি?
যারা সুসময়ের বন্ধু হতে আসে,
যারা সত্যিকারের মিথ্যে ভালোবাসে,
যারা হাসতে থাকে আপন অভিলাষে।


এই ঘোর শ্রাবণে আবার আসবে কেউ,
অজানা কোন স্বপ্ন সাথে করে,
আবার ভিজবে একসাথে সারারাত,
জ্বালবে আলো ঘুমিয়ে থাকা ঘরে।


কদিনের সুখ নিমিষেই হবে শেষ,
আবার আসবে ছেড়ে যাওয়ার পালা,
আবার অমাবস্যা ঘিরবে আমার ঘর,
আবার ঝুলবে শূন্য ঘরে তালা।