অভিসারীনি
মোঃ জুলফিকার আলী জিল্লুর
-----------
দু' দন্ড সুখ,
অতপর জরায়ুর ক্যানভাসে;
ছলনার জলে বেগময় জীবগুলো।
পৃথিবীর আলো দেখবে বলে-
ছুটাছুটি করে কক্ষপথ চ্যুতি নক্ষত্রের মত।
খেয়ালহীনা যৌবনার অবশেষ ক্ষনে,
অন্তর্গত তন্দ্রাহাড়া চোখ দুটো -
অন্ধকার কালো আকাশে
কালো দীঘির জলে-
ফেলে দিবে!
না কি?
পিতাহীন নিস্পাপ দেখবে সোনালী সূর্যের আলো।


একটি মিথ্যা স্বপ্ন,
মিথ্যা অভিসারে-
যুগল ঠোঁটে স্পর্শময় চুম্বন!
কমল পশম শিহরিত ত্বকের পাগলামি!
অতপর জরায়ুর আন্দোলিত গ্রহণে-
বেড়ে উঠা শুক্রাণু।
মৃত্যু হবে কবে?
না কি!
জানবে?
জন্মের আগে মৃত্যু হয়েছে অভিসারীনি।
০১/০৯/২০২০