অশ্রু
মোঃ জুলফিকার আলী জিল্লুর


আর পারিনা ভাবতে আমি -
বয়স হলো ত্রিশ,
কাগজ গুলো নেই প্রয়োজন -
চুলোয় দিতে পারিস।


বাবার ঘামে মায়ের চামে-
পরছে কত দাগ,
কাগজ গুলো দেখলে আমার -
বেগে জ্বলছে রাগ।


লাভ কি বল কাগজ দিয়ে-
কান্না করে আর,
দলের হাটে ঘুষের দোকান -
মিছে কান্না ছাড়।


কাগজ গুলো দেখলে মনে-
স্মৃতির চেরাগ জ্বলে,
সেশন জোটে কোটার প্যাচে-
জীবন গেছে ঝুলে।


বাবা আমার মুখের দিকে-
মুখ ফেরায় না তার,
নামটি আমার বদলে গ্যাছে-
বলছে সবাই  বেকার।


আমায় নিয়ে লড়তে বাবার-
শক্তি হলো শেষ,
সোনার দেশের সোনার ছেলের-
অশ্রু ঝরে বেশ।