মৃত্যুর ঘ্রাণ
মোঃ জুলফিকার আলি জিল্লুর


তুমি কি এখনো দাঁড়িয়ে আছো পথের বাঁকে
যেখানে বারুদের গন্ধ প্রস্তুত করে রাখে।
তুমি কি স্বপ্নের রংগুলো মিলিয়ে দিতে চাও রক্ত রং'এ
রক্তের চাষ হয় দিবালোকে  সমাজের অদৃশ্য অনিয়ম'এ।


তুমি কি সমুদ্রের তলদেশ খুঁজে পেতে চাও তিমির সেজে
যেখানে নকশা গুলো নতুন রুপে রুপ পেতে থাকে রোজে।
তুমি কি আকাশের তারার আলোয় আলোকিত; নষ্ট নর্দমায়
স্বার্থের ফেরিভরা চালন চালিয়ে নিতে চাও অজানা সীমানায়।


তুমি কি অশ্রু দিয়ে ধুয়ে দিতে চাও বারুদের ছাই পড়া কালো দাগ
তোমার ভিতরে জেগে উঠে বিচারিকের উপর বিচারের রাগ।
তুমি কি নিষ্ঠুর হতে চাও বদলা নেবার অহেতুক  নষ্ট নেশায়
ভেবে পেতে চাও; তোমার সিক্ত চোখের শান্ত স্বপ্ন ফেরার আশায়।


তুমি কি মাঝে মাঝে ভাব; বাস কর পথহীন পথিকের বসতভিটা'য়
তুমি ভাব; প্রতিবাদ - প্রতিকার চাওয়া -পাওয়া সবি অযথা'য়।
তুমি কি তবু ভেংগে দিতে চাও ভাঙা পথের ভাঙা যত পুল
তুমি কি দাঁড়িয়ে উঁচু শিরে ভেঙে দিতে চাও পথহারা পথিকের ভুল।
রচনাকাল ০৭-০৮-২০২০