ফুলটুসি
----------
আমি ফুলটুসি প্রিয়সীর ফিরে দেখা চোখ
আমি গুলগুল মশগুল হরদম প্রণয়ের রোগ।


আমি চোরা চোখ বাঁকা ঠোঁট খিলখিল হাসি
আমি রমণীর গুনে নাচতে নাচতে হৃদয়ের ফাঁসি।


আমি হুট করে ফাঁদ পেতে ফাঁদে তুলি মন
আমি আমার আমিতে মেলাতে খুঁজি প্রিয়জন।


আমি অপরূপ রমা পেতে রূপ নিই কত
আমি অজান্তে আনমনে নিরবে হাফছাড়ি শত।


আমি নীলাম্বর হয়ে হই নীল প্রিয়সীর রঙে
আমি আমার আকাশে অনুরাগ আবেশী ঢঙে।


আমি ফ্যাঁকাসে হই অপ্সরা দেখে অনুক্ষণ
আমি চঞ্চল দুরন্ত বেগময়  দেবদাস মন।


আমি যৌবনের বাগে মজকুর মাতোয়ারা
আমি বিবাগী সে আঁখি সেই রূপ ছাড়া।