মাঝি
মোঃ জুলফিকার আলী জিল্লুর
একটি নদী
তাতে স্রোত
থাকে অনেক ভেলা
যাত্রী সেথায় অনেক থাকে
মাঝি তো একেলা।
তুমি হলে সেই মাঝিটি
বৈঠা তোমার হাতে।
যে যায় ছুটে; যাক না ছুটে
নাও তো তোমার হাতে।
আসবে আবার নতুন সখি
ঘাটে নাও টি তুলো
মনের মতো সখি হলে
জীবন সাথী বল।