সৃজনে শিশু
+++++++++
      মোঃ জুলফিকার আলী জিল্লুর


তোমার কাছেই আছে
     গোটা বাংলার সম্পদখানি
     স্বাধীন দিগন্তের অফুরান সৌন্দর্যমালা
      আছে সবুজ ভরা মাঠ
      আর সোনালী নূপুরের শব্দ।


তোমার কাছেই
      সীতাকুণ্ডের হার
      বেহেলার সমস্ত বাজনা।


তোমার কাছেই
      তাজমহলের নকশাঁখানী
      সাতসমুদ্র পার হবার ভেলা
      ট্রাই নগরী গড়া বার স্বপ্ন।


তোমার কাছেই
      পূর্ণিমার চাঁদনি আলো
      কুহলিমুক্ত বিহুনে বাতাস
      সোনালী সূর্যের টকটকা রোদ।


তোমার কাছেই আছে
      মোনালিসার রহস্যময় দু'টো চোখ
      মনভোলানো হাসির স্মিত রেখা
      বিরহী লাইলীর খোঁপা বাঁধা চুল।


তোমার কাছেই আছে
      বনফুলে শিশিরভেজা মালা
      বিপন্ন দেবদাসের নির্ভুল ঠিকানা।


তোমার কাছেই
      উজার করা দু'টো হাত
      তোমার ভিতর সত্য সুন্দর তুমি।


তোমার কাছেই
     একটি নদী; তাতে স্রোত
     রাগ রাগীনির গুঞ্জন
    আর ভয়ংকর ভাঙ্গনের ভয়।


তোমার কাছেই
     লাইব্রেরি ভরা বই
     অগনিত ইতিহাসের মূর্চ্ছনা
     আর সৃষ্টিসুখের সিঁড়ি গুলো।


তাতেই
    স্বপ্ন জানালায় ইতিহাস বুনন সম্ভাবনা।