শিক্ষক কি?
মোঃ জুলফিকার আলী জিল্লুর
--------------
শিক্ষক বলেই বলছে সবাই স্যার
স্যার বলতে কার্পণ্য করে না মিনিস্টার।
জজ সাহেব শ্রদ্ধা করে দাড়িয়ে বলেন স্যার
পথের ধারে হাজার ভিরে স্যার বলেছে ব্যারিষ্টার।


শ্রদ্ধা গুলো কেমন জানি গর্বে তুলে মন
মনের ভিতর মনের লড়াই চলছে সারাক্ষণ।
প্রশ্নগুলি পথের ভুলে চলছে ছুটে বেহিসেবি হাই
হিসবের দরজা গুলো সারাক্ষণ বন্ধ দেখতে  পাই।


এমন দিনে এমন পেশা সবার সেরা বটে
একটু খানি ফাঁকি হলেই অনেক কিছু রটে।
নিজের হাতে গড়ে তুলে জজ ব্যারিষ্টার কত
সুখের ঘরে চলছে তারা বলছে নিজের মতো।


অভাব গুলো ধাক্কা দিয়ে বলেছে উঠুন স্যার
মাসের শেষে দম ফুরিয়ে নিতেই  হচ্ছে  ধার।
বেতন যেনো আসছে ট্রেনে  পথে পরেছে জ্যাম
পথে পথে  বসেছে  কতই  হাজারো রকম  ক্যাম।


মাঝে মাঝেই চলছে লড়াই রাজপথেই কত
শিক্ষা দিয়েই  তাদের কাছেই করছে মাথা নত।
হয়  না  বেতন  হয়  না  বেতন  চলছে হাহাকার
অনশন আর ধর্মঘট;দিন পরে দিন কাটে না আর।


পথহারানো পথিকগুলো বলছে আমি কে
পথের  বাঁকে  হায়েনা সেজে কারা বসেছে?
আমার  কাছেই  অন্ধ  হাতে  মন্দ  কিছু   চাই
আমার  বেতন  সঠিক  সময়  আমি পেতে চাই।


তাঁরা নাকি শিক্ষা গুরু কথায় কথায় বলে
চাকুরী শেষে তাঁদের জীবন নুন পান্তায় চলে।
চাকুরি শেষে পিয়ন বাবুও পেনশন  তুলে খায়
অবসরেগুরু মশাইয় কষ্টগুনে দিনগুলো  বদলায়।