তবু কালো গোলাপটা আমারই হবে
কলমেঃ লাভলী জুলিয়েট সরকার


একসময় কাক ডাকা ভোরে শিউলি ফুলের মালা গেঁথে ঘর সাজাতাম
মায়ের বকাবকি ছিল এর পুরষ্কার,
কতদিন পায়নি সে ফুলের ঘ্রান, ভুলেই গেছি তার বিভোরতা।
লাল গোলাপের আভায় নিজেকে রাঙিয়েছি অনেক, কিন্তু কালো গোলাপের একটি পাপড়িও ছোঁয়া হলো না কোনদিন;
খুব ইচ্ছা ছিল একটা কালো গোলাপ নেবো নিজের জন্য,
কালো গোলাপ! সত্যি হয় নাকি কালো গোলাপ?
ঠিক আমি বা আমার জীবনের মতোই কালো
সে বলেছিল যখন নাকি আমি থাকবো না,
আসবে জেনে এ খবর; হাতে নিয়ে একটি গোলাপ;
না না গোলাপ না, একটি কালো গোলাপের গাছ
রোপিত হবে আমার কবর নিবাসের প'রে
সেদিন আমি দেখতে পাবো না সত্যি,
তবে শীতল বিছানায় শুয়ে তার পরশেই আমি হব আপ্লুত।
তবু কালো গোলাপটা আমারই হবে
এখন না হোক; তবু তো একদা আমারই হবে।