বিষন্ন সময়ের গল্প
লাভলী জুলিয়েট সরকার


বিষন্ন পৃথিবীর সন্তানেরা আজ দিশেহারা
সময়ের হাতে বন্দী অসহায় মানবতা
মলিনতা আর রুক্ষতা তাদের দেহ'বারন
অসুস্থতা আর জীর্নতা তাদের নিত্য দিনের চা-পান যেন।


সদা ভয় আর উদ্বেগ যেন আজ আপন সহোদর
কখন কোন ক্ষনে বুঝি জমে'র হবে জয়;
অনিশ্চয়তা দূর থেকে দেখে তার তামাশার হাসি হেসে
দিন মাস আর বছরের হিসাব মেলে না কোন ভাবে।


ভাল দিনের হিসেব কোথাও নাহি থাকে
মন্দ এসে ভালোকে গ্রাস করে ফেলে
তবু সত্যের জয়, তবু সত্য অক্ষয়
যুগে যুগে বারতা ধ্বনিত হোক তার।