🌚আমি নারী 🌚
আমি মিষ্টি হাসির দুষ্টু রানী
আমি নরের চোখের নিমক পানি
আমি কিছুকাল হাসির ছবি
আমি নরের ধ্বংসী তরী।


  আমি রূপ গৌরবে সর্বধনি
মম নৃত্যের তালে হিংসোমালি
দেখি অস্ফুট হাসি অস্ফুট খুশি
হেসে হেসে আমি মরি হেসে হেসে আমি মরি‌‌।


মম ভগ্ন কোটির কদর্য বাতাস
ছকড়া নকড়া করে দিলো আকাশ
আমি শ্রেষ্ঠ নৃত্য কারীণী  কালী
আমি প্রত্যুষে আমি নারী।


আমি চাদিমা ছাড়াই আলোর মশাল
আমি অন্ধকারের অগ্নি অকাল
আমি সূর্য ছাড়াই করবো সকাল
আমি উন্মাদ হয়েছি,বুঝলাম এ কাল।


আমি নগ্ন পায়ের ভগ্ন নূপুর
আমি খোলা আকাশের বজ্র দুপুর
আমি অকাল  বর্ষা বর্ষিত হই
আমি হাঁসের মুখের বাক থৈ থৈ।


আমি হিম শীতল মরুর ঈগল
আমি শক্ত কঠিন অগ্নি পিতল
মম ধ্বংসলীলা ক্রোধের সৃজন
আমি শৈত্য বায়ুর সাইক্লোন।


আমি গর্ভধারিণী ধর্ম গুরুর
ধর্মযাজক ধর্ম শুরুর
ভূমন্ডলের গাছপালা বালি
সবই মম হস্তে জোড়া তালি।


আমি আকাশের সেই কালো ছায়া
সূর্য ভাস্কর যার পুরে ফেলে কাঁয়া
আমি উত্তাপ সহে তোদের দেই ছায়া
আমি অলক্ষে সেই মায়া।


আমি নারী আমি নারী আমি নারী
আমি অন্ধকারে আলোর প্রদীপ
       নই নৃত্য কারী
    আমি নারী। 🌚🌚🌚
     লেখক---জুনায়েদ ইসলাম