আমি কি সে?
                আমি কি কিসে?
আমি কি কিসে?


আমি কি উদার কন্ঠে বলতে পারি
ইসলামের মহা ঝান্ডা দে,
আমি কি কিসে?


আমি কে?
আমি কি মহাসাগরে ভেসে থাকা
এক টুকরো কাঠ,
নাকি আমি?
মহাসাগরে খেয়া পারাবার
শৃংখল মহাঘাট।


আমি কার অংশ?
আমি কি যুদ্ধের মাঝে পলায়ন করা
মহা সৈনিক ভীত।
নাকি আমি?
একাই যুদ্ধ জয় করবার
  মহা ডঙ্কার মতো?


আমি কার মতো?
আমি কি হযরত আলীর
মহা চেতনার মহা ঈমানের কণা
নাকি আমি?
তার মতো, মহা অভিজাত শোনা?


আমি কি কভু হব,
তার মত বীর?
যে সহস্র কাফেরের সাথ
একাই যুদ্ধ করে
বাজি রাখে নিজ শির।
আমি কি কভু হব,
তার মত বীর?


বীর কারা?
ঘাড় ধরে অন্যের
   অনিষ্ট করে যারা?
নাকি বীর তারা?
যারা এক খোদার নফরালী
কাফেরের মহাশঙ্কা
রাসূলের পরশে যারা
কালেমার মহাডংকা
খোদার মহা বান্দা
কালিমার মহা ঝান্ডা
বীর তো তারা।


আমি কি কভু,
হতে পারি সে?
যে কালেমার মহা ঝান্ডা নিয়ে
হেসে হেসে মরে।
আমি কি কভু,
হতে পারি সে?


আমি কি?
  যুদ্ধের মাঠে থাকতে পারবো
  শহীদ হয়ে পড়ে,
  মদীয়  পার্শ্বে কাফের থাকবে
  ছিন্ন ভিন্ন হয়ে।
  আমি কি কভু,  
  হতে পারি সে?


           লেখক--- জুনায়েদ