গভীর ঘুম তন্দ্রায় আমি
মশাই দিল কর্ণেঝাড়ি,
ঘুম ভাঙ্গে নিশি রাতে
মশা দেখি আমায় ডাকে।


করছে শব্দ বন বন
কান আমার টনটন,
রক্ত খাওয়ার খেয়ে যা
শব্দ করিস কেন, মা।


শোয়ার থেকে বসে পড়ি
রাগে কিছু মশা মারি,
অর্ধ ঘুমে শক্তি নাই
মশা দেখি অধিক প্রায়।


রাগে আমি ফুলে উঠি
বসা থেকে দাঁড়িয়ে পরি,
চিন্তা মনে খুঁজি আমি
কয়েল কোথায় রাখছি জানি?


অবশেষে পেলাম কয়েল
ঘুম হবে মধুর কোয়েল,
শান্তির ঘুম এখন হবে
সব মশা মরে পড়বে।


চোখে আমার দৃঢ়তার আলো
সব মশা মরবে ভালো,
সময় আমার নষ্ট হল
কয়েল জ্বালিয়ে ঘুম গেল।


চেষ্টা করছি ঘুমানোর আমি
ঘুম নেয়, চক্ষু মোমবাতি,
উকি মেরে দেখি সময়
তাহাজ্জত আদায় এখনোই হয়।


কি আর আছে আমার করার
নামাজই পড়ি না তাহাজ্জুদ আবার,
শুকরিয়া আমি জ্ঞাপন করি
মশার ডাকে তাহাজ্জুদ পড়ি।


    লেখক--- জুনাইদ