প্রথম দেখে মুচকি হেসে
মন ঝোলালাম তোরি কেশে,
মত্তা মাগিয়া অমনি আমি
ডুবু দিলাম সাগর দেশে।


যবে গেলি সেথা হতে
মন শুধু খুঁজে তরে,
তুইতো গেলি তোরি ঘরে
আমিতো গেলাম তোরি তরে।


কতদিন কাটিলো ওহে
তরি পিছে ঘুরে ঘুরে,
ভীতুমনা নিয়ে আমি
দেখিতাম তরে দূরী হতে‌।


একটা আমার মনের ডাকে
গেলাম তোর পৃষ্ঠ পিছে,
বক্ষে সূক্ষ্ম সাহস নিয়া
কথা বললাম তরি সাথে।


আস্তে আস্তে প্রীত জাগিল
মন যে শুধু তরে চাহিলো,
খাওয়া-দাওয়া ঘুম উড়িলো
বলবো কেমনে তরে রোমিও।


কথা বলার ভাজে ভাজে
ভালোবাসার কথা আসে,
বলেছি কত,বারযে তরে
অবহেলা করেছো মোরে।


রাত্রি নিশিতে একা বসিয়া
ভালোবাসি তরে বলিয়া,
কাঁদতাম আমি বুকে ধরিয়া
  তোর স্মৃতিটা  মনে রাখিয়া।


একদা সেদিন  আসলো আমার
বললি যেদিন আমি তোমার,
চমকি হাসি জাগিলো ঠোঁটে
ক্লিষ্টের  বুক খুশিতে ফোটে।


        ওহে নীলা
তুই কি হবি,
  মোর জীবনের অগ্নিগিরির শিলা
আমি আকাশ বৃষ্টি বাদল হয়ে
   শীতল করবো সাদা
      ,,,,,,,,,ওহে নীলা,,,,,,,,,


লেখক----- জুনায়েদ