|হঠাৎ আমার ইচ্ছে করে, আসমানের ঐ নীল হয়ে যাই,
বিষণ্ণতার জগৎ রেখে সব ছাড়িয়ে চিল হয়ে যাই,
ঈগল পাখীর মতন করে মেঘ পেরিয়ে খুব দূরে যাই।


যেথায় শুধু থাকবে শো শো হাওয়া,
থাকবে না শোক, কাল শুকুনের ধাওয়া।
হাহাকারে কাঁপবো না আর ভূমিকম্পের মত,
নির্যাতিতার কান্না শোনে ভাঙবে না আর ব্রত।


হঠাৎ আমার ইচ্ছে করে, যা যা করার সব ভুলে যাই,
আমি একটা জ্যান্ত মানুষ, তাও ভুলে যাই, তাও ভুলে যাই!


যেথায় আমার স্বাধীন থাকার একটুখানিও নেই অধিকার,
কুকুর শেয়াল হায়েনা পিশাচ, লুট করে নেয় মুখের খাবার,
সেথায় আমার ইচ্ছে করে, সব ভুলে যাই,
সব ভুলে যাই, সব রেখে যাই, চিল হয়ে যাই, নীল হয়ে যাই।


হঠাৎ আবার ইচ্ছে জাগে, যুদ্ধ করি!
হুহুংকারের আগুন জ্বালাই, কলম চালাই, অস্ত্র ধরি!
পুড়িয়ে ফেলি হিংসা বিদ্বেষ অহংকারের সব থিয়েটার,
শির কেঁটে দিই সহিংসতার, বর্বরতার- তামাম ভিটার।


হঠাৎ প্রবল ইচ্ছে জাগে, আর কী সময় পাবো!
যা যা করার জগৎ গড়ার, আজই করে যাবো, আজই করে যাবো।


★জুনাঈদ তাজবীন------


(!!!আমাদের ইচ্ছেরা জ্বলে উঠেনা তেমন শক্তিতে-
যেমন শক্তিতে বিস্ফোরণ হয় এদেশের অপশক্তি!!!)