তোমাকে যত ভাবছি নিজের উপর ভিষণ রাগ হচ্ছে।রাগ হচ্ছে কেনো তোমায় আরো কিছু বছর আগে পেলাম না!
যখন তুমি আমার আশেপাশেই ছিলে।
রাগ হচ্ছে কেন তোমায় বলিনি!
তুমি চাও বা না চাও,
আমাকে নাহয় তোমার দৃষ্টিকোনের বাইরে বেঁধে রাখতে।
আমি তখন কিছুই চাইতাম না,বলতাম না আমার ব্যথা লাগছে,কষ্ট হচ্ছে।
শুধু যে অপেক্ষায় থাকতাম।
ভিষণ রাগ হচ্ছে কেনো তোমায় দেখতাম না!যেভাবে এখন দেখছি।    
এখন যে মায়া আমার মনে গেঁথেছে তা হয়তো এতোদিনে পূর্ণতা পেত কোনো এক চার দেয়ালে।
এবার একটু স্বস্তি চাই।তোমাকে ডেকে বলি তোমার রাগ বাড়াতে চাই।
আমি একটুখানি স্বস্তি চাই।