রোজ কথা হয়।
শুনতে পাইনা,ছুঁতে পাইনা,চুলের গন্ধ শুকতে পাইনা।শুধু রোজ কথা হয়!
রোজ কল্পনায় আঁকি তারে,তার হাসি অনুভব করি।হয়তো এইটুকুতেই পরিচয়,পরিচিতা সে!
একটা মানুষ কতটা চেনা হলে তাকে ভালোবাসি বলা যায়!?
কতটুকু কাছের হলে তাকে মন খুলে সব কথা বলা যায়?
তার পাশে বসে_আমি আছিতো,এই ভরসাটুকু দেওয়া যায়।সবটুকু অধিকারের মালিক হওয়া যায়!
কতটুক?কতটুকু পরিচয় লাগবে?কতদিন ব্যাপি চালাতে হবে এই পরিচয় পর্ব!?
কংক্রিটের এই শহরে বড্ড একা লাগছে নিজেকে।
দিবারাত্র এই আকাংখা আর নিতে পারছিনে।
আমি আজ দগ্ধ,বড্ড বেশি ক্লান্ত।রোজ শেষ হয়ে যাচ্ছি এ দহনে পুড়ে।
দোহাই তোমার,এই নিপীড়নে আর পুড়ে মেরো না আমায়।আমি স্বস্তি চাই।নিস্তার চাই।
তোমার কুয়াশার চাদর হতে চাই।দেবে কি..?