আর যাই হোক,
ছেড়ে যেও না।
আমি চেয়েছিলাম তোমার কাছ থেকে একটি সন্ধ্যা,একটি রাত,একটি ভোর দূরে থাকতে।
আমি বুজতে চাইছি,তোমাকে দূরে রেখে আমার কষ্ট হয় কিনা!
তোমার অনুভবে রাতে আমার ঘুম ভেঙে যায় কিনা!
এই বোঝাপড়া শেষেই নাহয় তোমায় বলবো,তোমার মনের কথা শুনবো।
তোমার আমার খারাপ লাগা যখন সবুজ ঘাসে শুয়ে পরা শিশিরের মতো এক হবে,তখনই আমাদের বোঝাপড়ার দিন শেষ।
শুরু হবে নতুন পথ চলা।
যদি পিচ্ছিল হয় পথ কিনবা চারপাশ কাটায় ঘেরা থাকে,
তখন শুধু এইটুকুই বলবো_
আর যাই হোক ছেড়ে যেও না।