তুমি হচ্ছো রৌদ্রের ঝলমলে আলোর প্রতিটা শিরায় জমে থাকা উত্তাপ,
তুমি হচ্ছো বরফে গলে যাওয়া ঠান্ডা পানি,যেটা হঠাৎ আবার বরফ হয়ে যেতে পারে।
তুমি হচ্ছো হিমালয়ের পর্বতের মত উঁচু কোনো দালান,যে দালানের প্রতিটি ইটের ভাজে তুমি কঠিন স্তুপের মতো আকড়ে বসে আছো।
তুমি আকাশ,তুমি নিজেই নিজেকে খুঁজে বেড়াও তোমার মেঘের কান্নার আড়ালে।
তুমি হাওয়া,তুমি নদী।তুমি বয়ে চলো তোমার নিজ আপন গতিতে।
তুমি কালবৈশাখী ঝড়ের দীর্ঘশ্বাস,তোমাকে আপন করে নিতে অনেকের ভয়!
তুমি উত্থানপতন,তুমি কেমন যেনো একঘেয়ে।
তুমি শান্ত বিকেলের একঝাঁক পাখির কল্পনা।
তুমি শীতের কুয়াশা,তুমি ঝাপসা আলো,তুমি মরুভূমির মরিচিকা।
ধূসর রাস্তা পেরোলেই যেনো তোমার তুমি দৃশ্যমান।
এতো সবের মাঝে এই তুমি টাকেই আমার বড্ড ভালো লাগে।