হে প্রভু, তব চরণে মাথা,
তোমার ছায়ায় জীবন গাঁথা।
তুমি বিনে কে আছো মোহে,
পথের দিশা কে দিবে মোরে?
দিনে রাতে তোমার নাম,
প্রাণে বহে সুধার স্রোত।
দুখের সাগর পার করিবে,
তোমার কৃপায় মিটিবে ব্যথা।
তুমি আছো গগন মাঝে,
তুমি আছো হৃদয় মাঝে।
বৃক্ষপত্রে তোমারি ছোঁয়া,
জীবন রবে তোমার দোয়া।
কপালে লিপি লিখিয়াছে,
ভক্তি বিনা গতি নাহি।
তোমার নাম জপিলে মোক্ষ,
তব করুণা মেলে তাহি।
চণ্ডীদাস বলে, প্রেম বড়,
ভক্তি ছাড়া জীবন পড়।
যে জন ডাকে হৃদয় দিয়া,
প্রভু তারে রাখেন ধরি।