ডানা... শূন্যে ভাসে।
ঘর? কোন ঘর?
তোমার ছায়া... দূরে।
পাখি... কাঁদে?
আলো ছিল... পথ ছিল।
আজ... অন্ধকার।
তোমার ডাক... মিথ্যে?
ফেরা... অসম্ভব।
স্মৃতি... তীক্ষ্ণ কাঁটা।
রক্তে মাখা পালক।
আকাশ... দেয় না সাড়া।
শুধু... শূন্যতা।
তোমাকে চাওয়া... ভুল ছিল?
ঘর... আর নেই।
পাখি... মরে যায়।
শুধু... তুমি রও।