যা সহজে মেলে, তা মূল্যহীন,
মানুষ বুঝতে শেখে না তার দাম,
যা পেতে ঝরাতে হয় ঘাম,
তাই কি কেবল পায় সম্মান?

সূর্যের আলো বিনামূল্যে আসে,
তাই কি কেউ ভাবে তার কথা?
যদি একদিন সে রুখে দাঁড়ায়,
তবে আঁধারে হারাবে সব ব্যথা।

মায়ের ভালোবাসা সহজে মেলে,
তাই তো কেউ তার মূল্য বোঝে না,
যে দিন সে দূরে চলে যায়,
তখনি কেবল কষ্ট পোড়ে না?

বন্ধুর পাশে সবসময় পাই,
তাই কি তার কদর বুঝি?
যে দিন সে ফিরে তাকাবে না,
তখন বোঝা যাবে কী হারাই!

জীবনও একদিন এভাবেই ফুরাবে,
আমরা ভাববো, “সময় তো ছিলো!”
কিন্তু তখন কি ফেরানো যাবে?
হারানোর ব্যথা বুক চিরে কিল!

তাই যা সহজে পেয়েছো,
তাকে সহজে ফেলো না দূরে,
যা আছে, যত্নে রাখো,
নাহলে পড়বে অতৃপ্ত শূন্যতায় ঘুরে!