এই তুই চল তো!
রাত্রিবেলা হাটতে তোর
ভয় কিসে বলতো!


নির্জন এই ঘর
আচানাক ডাকাডাকি
অবেলায় শুনি ঝড়।


ডিম ভূত কিম্ভূত
লোকমুখে শুনি, থাকে
মিলেমিশে দশ ভূত।


ঐ দ্যাখ চোখ লাল
চুল মাথায় এলোমেলো
খুন ঝড়ে বেয়ে গাল।


ও মা! ভোঁ দৌড়
মন্ডু হাতে মস্ত ভূত
সামনে খাড়া, নো দৌড়।


স্থির চুপচাপ
খিলখিলিয়ে হাসছে ভূত
উঠছে কেঁপে ঝোঁপঝাপ।


ও মা! এ কি!!
বল্টু গেছে জ্ঞান হারিয়ে
কাকে এখন ডাকি?