উষ্ণ ধোঁয়ায় যত অবসাদ
ক্লান্তি দূর ঠেলে,
নির্ভাবনার রাত কেটে যায়
এক কাপ চা পেলে।


প্রত্যুষে রোজ নিদ্রার ঘোর কাটে                                                                
মদির মত্ত যা,
আলসে দেহে স্ফীতি দেয়
তুলশি পাতার চা।


পড়ন্ত বেলার শ্রান্ত দেহ আর
অবসন্ন মন,
লেবুর চা-এ ফিরে পায় সব
তরুণ সঞ্জীবন।


আতিথ্যদান অতৃপ্ত যেমন
দুধের চা বিহীন,
রং চা ছাড়া গল্পের আসর
জৌলুশ রূপ মলিন।


স্টলে চা-এর হরেক আয়োজন
হরেক নামের টী
রুইবস, ব্লাক, ব্লুমিং, গ্রীন-চা
আরো কত কী!!


‘মেট টী’ও আছে, আছে ‘টী ব্লেন্ডস’
ব্লাক টী-র কত নাম!
সাত রং চা-এ সিলেটের আছে
বিশ্বের বুকে দাম।


ভাবছেন চা ওয়ালী, নয়তো কেন
চা-এর এত গান,
নিঃসঙ্গতায় পাশে পাই, তাই
দিচ্ছি লভ্য মান।