ঐ দেখো,
মাস্তুল বেয়ে আঁধার নেমেছে
ভারী তরী ডুবুডুবু শঙ্কায়
দিকজ্ঞান হারা নাবিক ছুটেছে
দানবসম ঢেউয়ে কাঁদে ডংকায়।


টাকপড়া মাথাগুলো বৈঠা
ইস্যুতে হাতে নিয়ে বায় নাও
কাকগুলো গুনে গুনে পইঠা
ক্ষমতায় উঠে খায় মল তাও।


ঐ শুনো,
অর্ধ পোড়া পৃথিবীর ক্রন্দন
মনুষত্বে আজ বিভৎস তিলক
হায়নারা পায় হিংস্রতায় ইন্দন
নিরবতা দেয় সুবোধের পুলক।


মন্দিরগুলো এক ঠিকঠাক ইস্যু
ধান্ধায় করে ওরা দিনরাত ফিসফিস
স্বার্থে কলমের মুখ আজ বন্ধ
ভৌতিক ইশারায় হবে সব ডিসমিস।