গুজবে ছড়ায় উম্মাদনা
গুজবে ভরা দেশ
গুজবে সত্য, মিথ্যা যত
গুজবেই সব শেষ।


হুজগে জাতীর গুজব নেশা
গুজবই তার কর্ম
গুজবেই রোজ নিত্য লোকের
ঝড়ায় দেহের ঘর্ম।


গুজবে ছড়ায় নিজের মরণ
কিবা তার স্বজনের
গুজবে আবার ভাইরাল তারা
নাম বলি ক'জনের।


গুজবে ছড়ায় অমুকের বিয়ে
তমুকের মাসনা
গুজবে দেখি সকলেই সমান
কেউই কম যাসনা।


রাত্রিতে দেখি ভাইরাল খবর
সকালে শুনি ভুল
গুজবের ফাঁকে কোনটা সঠিক
খুঁজে পাইনা তার কুল।