এই জীবনের পদ্মপাতার জল
তুমি সমান বন্ধু পেয়ে
দীপ্ত স্নেহের পরশ নিয়ে
বিকিরণে করছে ঝলমল।


নিপুণ তোমার কর্মকুশল গুণ
শব্দ নিয়ে খেলতে জানো
গীতি সুরে আঁকতে জানো
কন্ঠে তোমার ছন্দ কী দারুন!


জীবনবাগে বিবিধ বাঁশির সুর
তবু তোমার মুখের হাসি
কালে ভদ্রে হয়না বাসি
ভাগ্য বলে সব করে দেও দূর।


নিশুতিতে সিজদায় খুঁজো সুখ
রবের সনে প্রেমিক সেজে
অশ্রু ফেলো জায়নামাজে
ঘুচে ফেলো আঁধার মাখা দুঃখ্।