কন্ঠ আছে, বক্তা আমি
যুবক বুড়া, শুনছে তামাম
জ্ঞাণী-গুণী আলেম ইমাম
আমার থেকে কে আর দামি।


যেটা বলি শুনতে হবে
এইযে ধরো হাত উঠাবি
যখন বলি ফের গুটাবি
নয়তো মাশুল গুনতে হবে।


আমার দিকে রাখবি দু চোখ
হাসতে বললে খিলখিলাবি
কাঁদতে বললে গাল ভেজাবি
নইলে কিন্তু ঐ দলের লোক


বক্তা আমি, সবই পারি
ওস্তাদ-গুরু সবই সমান
বুইড়া-বুড়ি দেইনা তাই মান
ভাষা আমার তুই তুকারি।


এই তো গেলো বক্তার কথা
ইলম আমল শুণ্য তবু
কন্ঠ দিয়ে করছে কাবু
ছুটছে পিছে আমজনতা।


শুনে রাখুন, প্রিয় ভাই!
এমন লোকে বক্তা হলে
ভেবে নিও দিলে দিলে
কেয়ামত আর দূরে নাই।