একটু না হয় আঁধার থাকুক,
কুয়াশাটা ঢেকে রাখুক।
খানিক বাদে কাটবে যখন
সূর্যিমামা হাসবে তখন।
সবকিছুই জানবে আবার
ঘটছে যা তা ঘটে যাবার।


একটু না হয় ঘোরে থাকুক
ঘুরপাকেই দিনটা কাটুক।
ভোরের আলো ছড়িয়ে গেলে
উঠবে সবই ডানা মেলে।
তখন না হয় জানবে সবি
থাকুক না আজ নীরব কবি।