লোডশেডিং এ আসছে ফিরে
হারিকেনের বাংলাদেশ
হাতে ঘুড়ে তালের পাখা
সিলিং ফ্যানের দিন যে শেষ।


কারেন্ট যাওয়ার অভিমানে
এখন সে আর চলেনা
পড়া-লেখায় বাতি জ্বলে
ঘরের বাতি জ্বলেনা ।


পাড়া-পড়শি জোয়ান বুড়া
সবাই করে হাহাকার
লোডশেডিংএ শিশু কিশোর
সবাই থাকে নির্বিকার।


দিন কেটে যায় ঘুরে ফিরে
রাতে পড়ায় বসেনা
স্কুল কলেজ খোলা তবে
ছাত্র শিক্ষক আসেনা।


স্মার্ট ফোনটা হাতে আছে
তবে চলার শক্তি নেই
ফোনের শক্তি চার্জ বলো ভাই
লোডশেডিংএ কেমনে দেই।


বের হলেই রোদে পুড়ি
ঘরে ভিজি ঘামে রোজ
হাহুতাশে দিন কেটে যায়
নেই না আজকাল কারো খোঁজ।


লোডশেডিং এর দোহাই দিয়ে
এভাবেই যাচ্ছে দিন
দিন যত যায় পাহাড় সমেৎ
জীবন পথে বাড়ছে ঋণ।