রোজ বিহানে বাজে শুনি
কত মৃত্যুর খবর
বাঁশ বাগানে ছুটে লোকে
খুঁড়তে নতুন কবর।


দাদা গেলো দাদি গেলো
গেলো আপন ভাই
আমি ক-দিন থাকবো ধরায়
বলার উপায় নাই।


পাড়া-পড়শি কত লোক আজ
শুয়ে আছে গোরে
একএক করে বিদায় বলে
সবাই গেলো মরে।


হঠাৎ যেদিন শুনবে তুমি
আমিও নেই ভবে
ক্ষমা করে দিও আমায়
বন্ধু স্বজন সবে।


------জুনাইরা নুহা