যাই যাই বয়ানে হিন্দোলা বর্ষা
শীত সবার উচ্ছ্বাসে হয় তার ঈর্ষা
ঊষা জাগে কুয়াশায়
গাঁদা ফোটে ধোঁয়াশায়
চারিদিকে হিমহিম নেই কাজে তরসা।


শীতে পাই প্রকৃতির অপরূপ ছন্দ
ফুলে ফলে পাখিদের মনোহন দ্বন্দ
সৌষ্ঠবে ভরা তার
সবুজের সমাহার
কুয়াশায় কৃষাণীর হাসে ক্ষেত-খন্দ।


শীতঋতু ধনীদের পিঠে, পুলি, পায়েসে
সন্ধ্যাটা কাটে রোজ চা কপির আয়েসে।
দিন কাটে ভোজনে
রজনীটা সুজনে
চলে তার দিনকাল নিজ সুখের খাহেসে।


দীনতায় জ্বলে-পোড়ে গরীবের অন্তর
এক মুঠো খেতে ভাত খোঁজে তার মন্তর
শীত কাটে পাতালে
ছিড়া শার্ট দো-তালে
অনাহারে পেতে হাত খায় রোজ থাপ্পর।


ধনিকের বৈভবে গরীবের হিস্ সা
ভুলে গিয়ে হরদম করি গপ-কিসসা
শোনে রব আকুতি
পালানোর কী গতি!
সমফল দেন তিনি দেখে তার দিৎসা ।