লিখবো ভেবে বসছি ট্যাবে
মাথায় কিচ্ছু আসছেনা,
সাগর সমেত শব্দরা কই?
একটাও তো ভাসছেনা।


শব্দরা কী শয়ন ঘরে
নিদ্রা-নীরব বদ্ধ রুম,
মানুষরা তো উঠে গেলো,
শব্দগুলোর এত্ত ঘুম?


এইযে নুহা, মা ডেকেছে
নাস্তা খেতে জলদি ওঠ,
ঘুমের ঘোরে কীসব বলিস
চোখের সাথে নড়ছে ঠোট!!


তড়িঘড়ি উঠে দেখি
ট্যাব তো আছে সেভেতে,
অভিধানটা পড়ে আছে
টেবিল তলে মেঝেতে।


স্বপ্নে খুঁজি শব্দরা কই
যত্নে ওদের অনাদর
অবহেলায় ধুলোয় বন্দি
অভিমানের গায়ে চাদর।