সমাজ আজি উল্টে গেছে
ভাইরাল নেশার রোগে
এই রোগে আজ নারী পুরুষ
সবাই দেখি ভোগে।


কাজে যারা ছল্টু বল্টু
পড়া লেখায় জিরো
হঠাৎ শুনি এরা নাকি
মস্ত বড় হিরো।


গায়ে দেখি এলোমেলো
বোতাম খোলা শার্ট
লুঙ্গির সাথে কেস্ট পরে সে
নিচ্ছে বিশাল পার্ট।


লম্বা লম্বা কালো চুলকে
করছে হলুদ রং
ঠোটে মুখে মেকাপ মেখে
বাপ্রে, কী যে ঢং


হাতে আছে চুড়ি আবার
কানে পরে দুল
এসব দেখে নারী ভাবলে
করবেন বড় ভুল।


পুরুষ পরে ওড়না আবার
নারী থাকে খোলা
এদের দেখে কেমনে বুঝবেন
মাইয়া নাকি পোলা।


ভাবছেন বসে করছি এত
গুণ কীর্তন কার?
এরা হলো ভাইরাল রোগের
নষ্ট টিকটকার।


এলোমেলো চলন বলন
মাতলামিতে সেরা
এই সমাজের ভাইরাস এরা
কপটতায় ঘেরা।


সস্তা কিছু বাহবা পেতে
বিলিয়ে দেয় মান
ইজ্জত সম্মান সব হারায়া
ধরে সাধুর ভান।


টিকটকের এই নোংরামিতে
সমাজ করছে দূষণ
দুষ্ট লোকে কেড়ে নিচ্ছে
সভ্য লোকের ভূষণ।


জ্ঞানী গুণী, বিজ্ঞ যত
আছে সুধী জন
ন্যায্য একটা কথা বলি
শোনেন দিয়া মন।


টিকটকেই কত লোক আজ
হচ্ছে গুম আর খুন
নারী পাচার  শিশু পাচার
টিকটকারের গুণ।


পত্রিকাটা খুললে দেখি
ধর্ষণ গেছে বেড়ে
এপিট ওপিট একই খবর
দেখি নেড়ে চেড়ে।


অসভ্যতা মুছে যদি
সভ্য সমাজ চান
টিকটকারদের পাইলে ধরে
মলে দিবেন কান।