নিঝুম রাতে আমি যখন
একলা ঘরে থাকি
মনে মনে ভয়ংকর সব
ভুতের ছবি আঁকি।


ডানে বামে কাছে-দূরে
কত রঙ্গের ভুত
আমার আঁকা সব ভুতেরা
লুল্লু ভুতের পুত।


লুল্লু সে তো শান্ত-শিষ্ট
দুরন্ত তার চলা
তার ছেলেরা ভীষণ পাজি
মস্তবড় গলা।


হঠাৎ যখন হেসে ওঠে
খিলখিলিয়ে দাঁত
ভয়ংকর সে হাসি শুনে
ডরে কাটে রাত।


ভাবছেন হয়তো আমি ওদের
লালন পালন করি? (আরে না না)
রাত্রি এলে ওদের ভয়ে
মনে মনে মরি।