আমি কোনো কবি নই
আমি কোনো ছন্দকারও নই
আমি কবিতা লিখতে জানি না
ছন্দে ছন্দ মেলাতে পারি না।


আমি হেমন্তের ধানের সুবাস পাই না
আমি কেবল নির্ভীক চিত্তের নির্বাক একজন মানুষ বটে।
আমি বদ্ধ জানালা দিয়ে দেখি-
শিশুদের খেলা করা
ওদের মনের কথা আমি পড়তে পারি না,
আমি যে মা-বাবার মনে ধরা সেই সন্তান না
তাই তো আমি কবি নই।


মায়ের দোয়া ছাড়া কবি হওয়া যায় না
আমি কবিতা লিখতে জানি না
ছন্দে ছন্দ মেলাতে পারি না
আমি কোনো কবি নই।
আমি কেবলই শান্ত চিত্তের একজন নম্র মানুষ শুধু
যার হৃদয় ভরা শুধু ভালোবাসা।
শুধু ভালোবাসা দিয়ে কি আর কবি হওয়া যায়?
বিধাতার বর লাগে।
তা তো আর আমার কপালে জুটবে না
তাই তো আমি ছন্দে ছন্দ মেলাতে পারি না
কবিও হয়ে উঠি না।


আমি কবিতা পড়তে পারি
মানেগুলো বুঝতেও পারি
কিন্তু আমার মনের কথা কাউকে বোঝাতে পারি না
তাই তো আমি কবিতাও লিখতে পারি না।


আমি কোনো কবি নই
আমি কোনো ছন্দকারও নই।
আমি শুধু আমার মায়ের সন্তান,এদেশের সন্তান,
আপনাদের কাছে অপরিচিত এক ব্যক্তিত্বহীন মানুষ মাত্র।
আমার কোনো যোগ্যতা নেই
আমার কোনো আশির্বাদও নেই
তাই তো আমি কবি নই
ছন্দে ছন্দ মেলাকর নই
আমি কোনো কবি নই।


শুনেছি যারা যুদ্ধ করে তারা নাকি কবিতাও পড়ে।
তাদের উদ্দেশ্যে ছন্দ মেলাতে পারি নি
তাহলে কে বলিবে আমায় কবি?
হৃদয়ে আঁকি শুধু না পারবার ছবি।
আমি কোনো কবি নই
আমি কোনো ছন্দকার নই।


কেন জন্ম আমার,কি বা কাজ আমার?
উত্তর পাবার নাই কোনো বালাই,
আমি কোনো কবি নই
আমি যে শুধু তোমার,তোমারই হয়ে রই।