★ অনুরোক্তি-১


তোমার রঙবেরঙী আচলে
তপ্ত রোদের দুপুরে ঘাম মুছে মুখ গুঁজে বিশ্রাম নিতে চাই।
চৈত্রের মৃত বিকেলে কিম্বা বৈশাখী রাতে তোমার চুনাপাথর চোখে
প্রস্ফুটিত সবুজ স্বপ্ন হতে চাই।
নীলাঞ্জনা,
আমি তোমার আকাশ হতে চাই-
      যার রোদবৃষ্টিতে থাকবে তোমার নিরোধ।



★ অনুরোক্তি-২


তোমার জন্য প্রতিদিন সাজাবো
শিশির জলে সিক্ত শান্ত সকাল, চায়ের
কাপে কুসুম গরম দুপুর, পড়ন্ত বিকেলের
রোদমাখা বারান্দা...
অত:পর লাবণ্যগাঁথা সন্ধ্যায়
জোছনার আলপনায় বসে বসে লিখবো-
'রোজকার রোমাঞ্চকর দিন-রাতের উপাখ্যান।'


★ অনুরোক্তি-৩


নীলাঞ্জনা,
তোমার যুগল চোখের মায়ায়
আমি খুন হতে চাই বারবার,
প্রতিষ্ঠিত করতে চাই-
চুম্বনের অধিকার।


____________


★ প্রতীক্ষা


মৌসুমি রোদ্দুর মেঘ হলে,
আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে;
নীল খামে কাব্য করে
বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
প্রিয়তমা, জানো না(?)
ভালোবাসার আরেক নাম প্রতীক্ষা।
______________


★ চোরাবালি


ইদানীং তুমিময় সময় ক্ষ্যাপাটে ষাড়ের মতো তাড়া করছে আমার আমিরে


আত্মরক্ষার্থে আমি এদিক-ওদিক ছুটছি-
এবং ছুটতে ছুটতে বারেবার কেবল আটকে পড়ছি তুমিময় সময়ের কোরাল চোরাবালিতে -


আমি তলিয়ে যাচ্ছি... মেয়ে
আমারে উদ্ধার করো, আমার হাতটা ধরো.....


২৪.০৬.২০২২, রাত (সম্পাদিত)