অতঃপর,
একপশলা অশ্রু বিসর্জন শেষে
গগন ফের উঠল হেসে।
ছেলেটি কৌতুকী দৃষ্টিতে ক্ষণিক
আকাশ পানে তাকিয়ে রইল!
তারপর উৎসুক ভঙ্গিতে শুধাল-
বলতো অভ্র-
"সহসা তব রূপ কেনো হয় কালো?
কেনইবা কাঁদো তুমি,কেনো ফের হাসো?
সত্যি করে বলতো-
কখনো কি তুমি কাউকে বেসেছিলে ভালো?"
নিরুত্তর আকাশ নির্বিকার চেয়ে রইল।
ছেলেটিও অবলীলায় বুঝে নিলো- আকাশ সুখে নেই।
      
    
২০.০৬.১৫ ইং, সকাল।