মাঝেমাঝে তোমার সাথে যাপিত কিছু অনাকাঙ্ক্ষিত স্মৃতির
পোস্টমর্টেম করে করে  আনমনে শান্তনা খুঁজি
নিজেকে বোঝানোর চেষ্টা করি 'তুমি আমার ছিলে না কখনোই'
কিন্তু কেনো যেনো তোমাকে প্রশ্নবিদ্ধ করতে আমার মন পুড়ে
ক্রমশঃ রহস্যের জাল খুলে খুলে তুমিও স্পষ্টতর হও,
জেগে ওঠো ভেতর জুড়ে
          সাদাসাপটা গোলাপের মতো
          জলে ভাসা নীলপদ্মের মতো
                   দেবীর মতো!
আমি ভেসে যাই অনুতাপের প্লাবনে ... হতাশার নীলিম সমুদ্রে।



(* টুকরো কথার কাব্য সিরিজের একটি কবিতা।)