ঐশ্বরিক অনুগ্রহ উদ্দেশ্য করে শূলে তুলি প্রতীকী শরীর
        অভক্তপ্রাণ করি বলিদান
কিছু পেতে হলে কিছু দিতে হয় তাই-
শান্তির নৈবদ্যে কাঠজাজক আবৃত্তি করেন রক্তপাতের সূচনাকাব্য


এইসব দৃশ্যচিত্র তোমাকে কেন বিস্মিত করে না? হে চৈতন্য  
হে মানুষ


২।
সায়াহ্নে সচেতনে জন্মদাত্রীর অধিকার ধুয়েমুছে অঙ্কন করি অর্ধাঙ্গিনীর সংসার
কিছু পেতে হলে কিছু দিতে হয় তাই-
ক্রমেক্রমে প্রিয়মুখ পর করে 'পর করি প্রিয়'।
এইসব দৃশ্যচিত্র দেখে দেখে তুমি কি অবাক  হও!
হে পরমেশ্বর
হে প্রকৃতি


________
মে ০২, সকাল