এক,দুই,তিন... সেকেন্ড, মিনিট, ঘণ্টা;                  
সকাল, বিকেল, রাত....
- এভাবে ক্রমান্বয়ে কতো কাল চলে গেছে,
               চলে গেছে কতো কতো জন,
কতো সামগ্রিক সত্তা... এ পথ ধরে অগোচরে।                                
সময় ফিরেছে। কিন্তু যে সময়
চলে গেছে সে আর ফিরেনি! ফিরেনি সে মানুষও।
এ পথ ধরে কেউ যায় তো যায়; আর ফিরে না!
এ পথের সংবিধানে ফেরার বিধান নেই!  
তাই চাইলেও ফিরতে পারে না।


এ পথ অনন্ত, অসীম, শাশ্বত। এ পথে সবাই যায়, যেতে হয় তাই--      
একদিন আমিও চলে যাবো। এ পথ ধরে; অগোচরে,
                    অনন্তকালের অভিমুখে!


রচন কালঃ


১১/১১/১৫,  সকাল।