ঘুমঘরের স্তব্ধ অন্ধকারে ইদানিং বর্ষাকাশের মেঘবার্তার মতো ভেসে ওঠে-
'চিরসত্য ডেথথিওরি'।
আবছায়া একটা ভয়ংকর ভয় ঘটাকরে জাপটে ধরে ভিতরবাহির-
'হাজার বর্গমাইল দূরত্বের এই ঘুম যদি আর না ভাঙ্গে?!'
বটছায়া,
চিরঘুমে শায়িত সাদাকাপড়ে মোড়া সেই আমিও তোমার স্পর্শ চাই-
আঁতুড় ঘরের ঘ্রাণ চাই, বরইপাতার জলে চাই পাড়াপড়শীর আদর-