১)
একটাসময় শেষরাতে ঘুমভাঙানি ভাবনা এলে কবিতার প্রয়াসে
শব্দে- শব্দ মিলিয়ে স্বস্তি খুঁজতাম
এখন স্বস্তি খুঁজি আজব ঐসব ড্রামাটিক দৃশ্যাবলীতে!
কিং কর্তব্য বিমূঢ়!
কি অদ্ভুত মনস্তাপ আমাদের-
একজন ষাটোর্ধ বৃদ্ধের জীবনযুদ্ধ ততটা আহত করেনা
যতটা আহত করে নায়িকার খণ্ডকালীন বিরহী কল্পনা।


২)
ভাবছি, ভেতরের সুচালো অনুভূতিগুলোকে সাজিয়ে গুছিয়ে
লোকালয়ে বের করে স্বপক্ষে তীব্র জনমত সৃষ্টি করবো
তারপর, নিশ্চিন্তে গুটি গুটি পায়ে এগুবো সামনে- আরো...
আরো সামনে
থামবো একদম পাপের উঠোনে, পাপ গিলে!


চারদিকে কি তুমুল ব্যস্ততা...
যথোপযুক্ত  মন্তব্যের এতো সময় কার আছে বলো?!