তালপাতার খড়ে বসে বসে সম্ভাবনায় ওম দেয়
সভ্যতার ভাষা আয়ত্তে নেওয়া গৃহস্থ বাবুই
ঘোরভাঙ্গা বালিকা মোহনকান্দার তীরে কিশোরীস্বপ্নদের গলা কেটে  
পাড়ি জমায় অচিনপুর।
ঘটনাবলীর আকস্মিকতায় অপ্রস্তুত কিশোর যেনো আকাশ থেকে খসে পড়ে
লবণসমুদ্রে
তারপর.... তারপর রাত জেগে জেগে নিয়মকরে রোজরোজ
মোহনকান্দার শব্দহীন কান্না শুনে


শোকে পোড়ে ম্যাচকাঠি
শোকে পোড়ে নিকোটিন...
অন্তহীন!