অধিকারের নামে অনধিকারচর্চা
অকারণ অভিমান
ক্ষোভ
দুঃখ
এসব কোনো কিছুই থাকার কথা ছিলো না আমাদের এই সম্পর্কে
তুমি সব জেনে বুঝেই গ্রহণ করেছো আমাকে
তুমি সব মেনে নিয়েই গ্রহণ করেছো আমাকে
আমার কোনো অভিযোগ নেই, অদ্রিতা
প্রকৃতির গণিত বুঝা মানুষদের কোনো অভিযোগ থাকে না
প্রকৃতির গণিতে থাকে না কোনো গড়মিল!  



আগুনকথা
_______


কিছু কিছু সহজসরল কথা পুড়তে পুড়তে
এমন এমন আগুনকথা হয়ে গেছে যে
এক নিমিষে ছাই করে দিতে পারে একখণ্ড শান্ত সবুজ হিমাঞ্চল;
একটি প্রেমি-মন।
আগুনের ভাষা'ই তো এমন
তুমি আগুনের ভাষা বুঝ না, অদ্রিতা
তুমি আগুনের ভাষা বুঝ না!



[* টুকরো কথার কাব্য সিরিজের দুটো (অ)কবিতা।]