''একাল-সেকাল''

কল্পনার জীবনীগ্রাফে যতন করে করে
'তোমার-আমার' কিছু আনন্দ এঁকেছিলাম একটাসময়
কালান্তরে সেগুলো মেঘ হয়ে গেছে আর তুমি
                            মেঘ বালিকা।
____________________


                   "পানশালা"


পানশালার বারান্দায় ঝিমুচ্ছে হেমন্তী রাতের আকাশ
     শূন্যে উড়ছে মোহন সম্রাটদের মাথা
বিশ্বাস করো -
আমি মাতাল হতে আসিনি, এসেছি সম্রাটদের মাথা গুনতে
         বিশ্বাস করো
         বিশ্বাস করো
____________________


               "তুমি টের পাওনি"


তোমার আনন্দে মেঘদের রোদে কনভার্ট করতে করতে
      আমি আজ এক ক্লান্ত ক্রীড়ক
ক্রীড়কদের হাসি-কান্নারাও নাকি ক্রীড়নক
স্রোতের বিপরীতে দৌড়ানোর শক্তি আমার ছিলোনা কোনকালেই, তাই
নিজেকে লুকোতে চেয়েছি সদা নিজেরই আড়ালে।
      তুমি টের পাও নি!
____________________


২৪ নভেম্বর, ২০১৮ রাত।