"এতোদিন যারা মানুষরুপি ছিল ভিন্ন অমানুষ
"তাদের আকাশে আজ নেই কোনো রজ্ঞিন ফানুস"
"রজ্ঞের এই দুনিয়ায় খেলেছি কতো রজ্ঞিন খেলা"
"এই জীবন থাকা সত্তেও ইবাদত কে করেছি অবহেলা"
"মৃত্যুটা যেন এইতো এসে পড়ে কখন কার বেলা
"তাইতো আমাদের পাক পবিত্র থাকতে হবে সারাবেলা"‌!!


"আজ সারা বিশ্ব জুড়ে যে হাহাকারের কান্না"
"এ যেন তবে এক নতুন আজাব ভাইরাস করোনা"
"কখন যেন আমাদের জীবনে হয় এই ভাইরাসের আগমন"
"তার আগেই আজ হতে হবে আমাদের সকলের সচেতন"
"আজ দূষিত এই সমাজে সচেতনতা খুব বেশি দরকার"
"তবে সচেতনমূলক জীবন গড়তে হবে তোমার, আমার, সবার"!!


"যদি আজ আমি তুমি সকলে মিলে থাকি সচেতন"
"তবেই তো গড়তে পারব সচেতনতামূলক এই জীবন",,,,,,,!!!!!
"আজ আমার এই কবিতার ছন্দের মাঝে জানাই সচেতনতার বার্তা"
"একসাথে হয়েই ঘরে থেকে নিজের পরিবারকে বুঝাতে হবে সচেতনতামূলক কথা"!!


"এই ভাইরাসের হাত থেকে যদি নিজেকে রক্ষা করতে চাও"
"তবে সবসময় হাত মুখ ধুয়ে নিজেকে পাক পবিত্রতা করে নেও"
"সেই সাথে ইবাদত করে খোদার কাছে সময় থাকতে চেয়ে নেও মাফ"
"খোদা যেন পুরো দুনিয়ার উপর থেকে তুলে নেয় এই করোনা ভাইরাসের আজাব",,,,,!!!!!!