"আজ আমি সব দিশেহারা
পথিকের বেশে একা হেঁটে যাই",
"আমার কাছে নতুন করে এসে
কেউ নিয়ে যায়না তো বিদায়"!  
"দেখা হলোনা আর সেই পথের
মাঝে আলোর সাথে",
"বন্ধুত্বের বাঁধনে নিজেকে বেঁধে
নিয়েছি অন্ধকারের কাছে"!
"কেউ বুঝে নি আমার জাগিয়ে
রাখা আলো গুলো ফুরিয়ে যাবে",
"নতুনত্বের আলোর মিছিলে
মেঘাচ্ছন্ন অন্ধকার এসে ভিড় জমাবে"!


"বেখেয়ালি রাস্তার মোড়ে এসে হারিয়েছি নিজেকে এ যেন কোথায় আমি",
"বারে বারে নিজেকে হারিয়ে খুঁজেছি
পথিকের মতো এ যেন নয়তো আমি"!!
"শূন্যতায় ভেসে বেড়ায় হারিয়ে যাওয়া
পুরোনো দিনের  রঙিন স্মৃতি গুলো",
"নিস্তব্ধতায় মিশে যাওয়া এই রাতে আকাশটার মেঘাচ্ছন্ন হয়ে কান্না পেলো"!
"সেই নিস্তব্ধ রাতের আকাশের তারাগুলোও মেঘাচ্ছন্ন কান্নার মাঝে হারিয়ে গেলো"!!!


"আজ অগণিত নির্ঘুম রাতগুলোর
হিসাব মিলাতে পারবে না কেহ"!
"আমি পথভ্রষ্ট হয়ে হারিয়ে গেলে
জীবনের মানে খুঁজে পাবে না কেহ"!!!
"কারো ভালো লাগার কাছে
এই আমিটা বড্ড অপ্রিয়"!!✍
"আবার কারো খারাপ লাগার কাছে
এই আমিটা অবিরাম প্রিয়"!!!!✍