গাঁয়ের মেয়ে এসে ছিল
করা রোদ্দুর প্রখর দুপরে,
তার জীবনের দাবি নিয়ে!
আর তখন কংকাল গাছটা
ভাদ্রশেষের ভীখারী ডালটা দিয়ে,
তাকে আঙুলের স্নেহ দিয়েছিল!


ভালোবাসা সে তো এক অশ্লীল
কবিতার শেষ লাইন!
ভালোবাসা সে তো এক অদ্ভুত মায়ার
প্রিয়জনের শেষ টান!
কষ্ট নদীর স্রোত বহে
তাহারো আহ্মেপের ভিরে
সপ্নও অসহায় হয়ে পরে
তাহারো পানে তাকিয়ে,,,,!!


পোড়ামন যাতনা সহে খুঁজে বেড়াই
মৌমাছির ভিরে কিংবা কানামাছি খেলায়
অন্ধ হয়ে বা অনুভবের জানালা দিয়ে তাকিয়ে,,,!
সুখের পায়রা চলে গেল
তাই একলা জীবন টাকে নিয়ে,
মিথ্যা  মায়ার ছলেই পড়ে রইলাম,,,,!!!

মাঝে মাঝে কিছু তুচ্ছ বিষয় মনের মধ্যে  চোরাকাঁটার মতো লেগে থাকে,,,,,,
ব্যাথা দেয় না তবে খুব অস্বস্তি দেয়,!
আজ আমার সবকিছুর অবসান
যেথায় তোমার অপ্রাপ্তিতে,,,,,
তোমার জীবন সুখের হোক
সেথায় আমার সমাপ্তিতে,,,,!!
নীল আকাশের তুলা মেঘ
সবুজ ঘাসের দুরন্ত ফড়িং,
কল্পলোকের ধ্যানমগ্ন চোখে
আপন ছবি দেখছি,,,,,!!


(বহুরূপী মায়া মুখ)