বনের রাজা সিংহ বলে আমি বনের রাজা,
আমার সাথে গোল পাকালে পেতে হবে সাজা।
বাঘ্র মামা গর্জে বলে আমি হলাম বাঘ,
বাচতে যদি চাস তুই সামনে থেকে বাগ।
সাপ বলে কামড়ে দেবো তর দুটি পায়,
সাহস থাকলে যুদ্ধ করবে আমার সাথে আয়,
সুটাম দেহ নিয়ে হাতি আস্তে আস্তে এসে,
এসেই সে হাক দিয়ে মাটিতে বসে।
একটু জিরিয়ে স্বস্তি নিয়ে হাতি বেটা বলে,
আমার দেহের সামনে বলো কার শাষন চলে।
সবার কথা শুনে শিয়াল মনে মনে ভাবে,
বুদ্ধি দিয়ে ফেলবো প্যাচে তখন কোথায় যাবে।
এক সাথে সবাইকে ডাকে সে সভায়,
জব্বর এখান খবর আছে চিটিতে জানায়।
সবাই আসে সময় মত চিটির ঠিকানায়,
এসেই সবাই খাচায় ভরা শিয়ালকে দেখতে পায়।
একে একে চারটি খাচা আরও আছে পাশে,
খাচার ভেতর বাহারি খাবার ভর্তি মিষ্টির রসে।
এমন খাবার দেখে সবার জল আসে জ্বিবে,
এসব খাবার শিয়াল কি তাদের খেতে দিবে!
সিংহ আর বাঘ্র মামার অহংকারটা বাড়ে,
এসব খাবার আমরাই খাবো সব নেবো কেড়ে।
খাচার ভেতর ঢুকে তারা শেয়ালকে না বলে,
সাপ আর হাতি তাদের দেখে পেছন পেছন চলে।
উবয়ই যখন খাচার ভেতর পুরো ঢুকে যায়,
শিয়াল মামা খাচা থেকে অমনি দৌড়ে আয়।
এসেই সবার ঢাকানা টা দেয় লাগিয়ে তালা,
এখন সে বনের রাজা কেউ দিবে না জ্বালা।